ক্যাবের ভাড়ায় লাগাম টানা হোক

সঞ্জয় মিত্র

ঝোপ বুঝে কোপ মারছে ওলা–‌উবের। যখন যেমন খুশি, ভাড়া ধরে নিচ্ছে। হলুদ ট্যাক্সিতে যত ভাড়া উঠত, দেখা যাচ্ছে, অনেক সময় তার চারগুন, পাঁচ গুন ভাড়া নিয়ে নিচ্ছে।
একটু বৃষ্টি হলেই ভাড়া বেড়ে যাচ্ছে। সন্ধের দিকে, রাতের দিকে ভাড়া বেড়ে যাচ্ছে। এটা কেন হবে?‌ ভাড়ার তো নির্দিষ্ট একটা নিয়ম থাকবে। কিন্তু কোনও নিয়মই মানছে না এই সংস্থাগুলি।

ola cab2
তারাও চাহিদা–‌জোগানের তত্ত্ব আউড়ে চলেছে। চাহিদা থাকতেই পারে। তাই বলে জোগান এত কম থাকবে কেন?‌ অনেক সময় দেখা যায়, মাইক্রো বা মিনি পাওয়া যাচ্ছে না। অথচ, প্রাইম আছে। ডাকার পর দেখা যায়, মোটেই বড় গাড়ি নয়। মাইক্রোয় যে গাড়ি আসত, সেই জাতীয় গাড়ি। তার মানে, কৃত্রিম একটা অভাব তৈরি করে বেশি ভাড়ায় প্রাইম ডাকতে বাধ্য করা।
সরকার কি কোনও ব্যবস্থাই নিতে পারে না?‌ আমার মনে হয়, এই ব্যাপারে সরকারের আরও সক্রিয় হওয়া উচিত। ওলা–‌উবের ইচ্ছেমতো ভাড়া নেবে, এটা চলতে পারে না। ভাড়ার একটা নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। কোথাও একটা লাগাম পরানো দরকার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *