কলমচি কৌশিক
আজ পঁচাশির মৃত্যু নাকি চিকিৎসকের দোষে
তাই পঁচিশের ফাটলো মাথা হামলাকারীর রোষে।
ভর্তি লরি আসলো ওরা, চালালো ভাঙচুর
হাতে লাঠি সোডার বোতল, সঙ্গে ছুরি ক্ষুর।
আটকাবে কে আজকে এদের, সাহস আছে থুরি
কেনা গোলাম প্রশাসনের হাতে কাঁচের চুরি।
তোষণ নীতি থাকবে জারি, এদের ধরার সাহস নাই
ভোটে আবার জিততে হলে এদেরইতো সাপোর্ট চাই।
শিড়দাঁড়াটা থাকলে পরেই গুঁড়িয়ে দেবে রাজনীতি
নেতার পায়ে তেল মাখানোই প্রশাসনের আজ নীতি।
তাই বিডিও মার খেয়ে যান, ডাক্তার মৃত্যুশয্যাতে
নপুংসক এই প্রশাসন মুখ ঢেকে নাও লজ্জাতে।