কারও কারও জন্মদিন মৃত্যুদিনের আড়ালে চাপা পড়ে যায়। তেমনই একজন মহানায়ক উত্তম কুমার। তাঁর মৃত্যুদিন বা মৃত্যুমাস জিজ্ঞেস করুন। অনেকেই সঠিক উত্তর দেবেন। কিন্তু জন্মদিন ? সঠিক উত্তর পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।
হ্যাঁ, ৩ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনেই জন্মেছিলেন মহানায়ক। বেঁচে থাকলে বয়স হত ৯১। এবছরই তাঁর নায়ক ছবির পঞ্চাশ বছর পূর্তি।
জন্মদিনে বেঙ্গল টাইমসের পক্ষ থেকেও মহানায়ককে শ্রদ্ধার্ঘ্য। তাঁর স্মরণে প্রকাশিত হচ্ছে একটি বিশেষ ই ম্যাগাজিন। নানা আঙ্গিক থেকে মহানায়কের অভিনয় জীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা দিক তুলে ধরা হবে। প্রকাশিত হবে তিন-চার দিনের মধ্যেই। কী কী বিষয়ে লেখা থাকছে, তা সোশাল সাইট মারফত ও বেঙ্গল টাইমস মারফত পরে জানানো হবে।
যাঁরা উত্তম কুমার ও বাংলা ছবি নিয়ে আগ্রহী, তাঁরা অবশ্যই পড়বেন। অল্প সময়ে জেনে নিন অনেক অজানা কথা। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।