পাহাড় সংখ্যার পর এবার অভিমুখ একটু অতীতমুখী। কিংবদন্তি জ্যোতি বসুর মৃত্যুর পনেরো বছর। সেই মানুষটাকে একটু ফিরে দেখা। আবার হয়ে গেল বামেদের ব্রিগেড সমাবেশ। সেদিকেও কিছুটা আলো ফেলার চেষ্টা। সেইসঙ্গে থাকছে কিছু অন্যান্য নিয়মিত বিভাগ।
সবমিলিয়ে বেঙ্গল টাইমসের ১৭ জানুয়ারি সংখ্যা। পিডিএফ আপলোড করা হল। সঙ্গে দেওয়া হল ওয়েব লিঙ্ক। সেখানে ক্লিক করেও পড়ে ফেলা যায়।
https://bengaltimes.in/wp-content/uploads/2024/01/BENGAL-TIMES-.17-JANUARY-ISSUE-2024.pdf