চেতনের হ্যাট্রিক আর সানির ঝড় শতরান

সোহম সেন

বিশ্বকাপে ভারত নিউজিল্যান্ড বললেই মনে পড়ে যায় সেই ৮৭  বিশ্বকাপের কথা |সেবার সেমিফাইনালের  আগে সেটাই ছিল ভারতের শেষ ম্যাচ |ভারত যে  সেমিফাইনালে উঠছে সেটা ততদিনে নিশ্চিত হয়ে গেছে |কিন্তু প্রশ্ন হল গ্রুপের এক নম্বর দল হিসেবে নাকি দু নম্বর দল হিসেবে? গ্রুপের এক নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠলে ভারত খেলবে ইডেনে|কিন্তু দু নম্বর দল হিসেবে সেমিফাইনালে উঠলে খেলতে যেতে হবে লাহোরে |এবং প্রতিপক্ষ পাকিস্তান |কাজেই ওই ম্যাচটা জেতা খুবই জরুরী ছিল |

ওই ম্যাচে একইসঙ্গে দুটি স্মরণীয় ঘটনা ঘটেছিল |ভারত প্রথমে ফিল্ডিং করে |সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা |বিশ্বকাপে সেটাই প্রথম হ্যাট্রিক |তার আগে একদিনের ক্রিকেটে দুখানা হ্যাটট্রিক ছিল |একটি করেছিলেন পাকিস্তানের জালাল উদ্দিন |অন্যটি অস্ট্রেলিয়ার ব্রুস রিড |চেতন শর্মা প্রথমে আউট করলেন কেন রাদারফোর্ডকে |পরের বলে ইয়ান স্মিথ |সামনে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ |ওদিকে ব্যাট হাতে ইযান  চ্যাটফিল্ড |কি করবেন কোথায় বল রাখবেন চেতন ? এগিয়ে এলেন অধিনায়ক কপিল দেব |বললেন সুইং টুইং  কিছু দরকার নেই |চ্যাটফিল্ডকে  একেবারে সোজা বল দাও , তাতেই ও  আউট হয়ে যাবে | ঠিক সেটাই হল|চেতনের ইয়র্কারে উড়ে গেল চ্যাটফিল্ডের মিডল স্টাম্প |বিশ্বকাপে এই প্রথম হ্যাটট্রিক|তিনটিই বোল্ড|

পরের ঘটনাটি ঘটেছিল দ্বিতীয়ার্ধে |অর্থাৎ ভারতের ব্যাটিংয়ের সময় |সুনীল গাভাস্কার |কিংবদন্তি ভারতীয় ওপেনার |টেস্টে নামের পাশে ৩৪ টি শতরান |টেস্ট ক্রিকেটে প্রথম দশ হাজার রান |এত কীর্তির  মাঝেও একটা অপূর্ণতা থেকে গিয়েছিল |সেটা হল ওয়ানডে ক্রিকেটে তার কোন সেঞ্চুরি ছিল না |এদিকে বিশ্বকাপের পরই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাবেন ,এমন ঘোষণাও করে ফেলেছিলেন |অর্থাৎ যা করার এই বিশ্বকাপেই করতে হবে |এদিকে দ্রুত গতিতে রানও তুলতে হবে |নইলে জিতলেও ভারত থাকবে ২ নম্বরে |অর্থাৎ খেলতে যেতে হবে পাকিস্তানে |ইডেনে খেলার বদলে কে আর পাকিস্তানে খেলতে চায় ! তাই শুরু থেকেই ঝড় তুললেন গাভাস্কার ও শ্রীকান্ত | শ্রীকান্ত যে ঝড়ো ব্যাটিং করেন,সেটা সকলেরই জানা |কিন্তু গাভাস্কারের ব্যাটেও যে এমন ঝড় ওঠে ,সেটা সেদিন দেখলো নাগপুর | শোনা যায় ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে সেদিন খেলতে নেমেছিলেন সুনীল গাভাস্কার |এক ওভারে মারলেন পরপর দুটি ছয় ,পরের দুই বলে দুটি চার |অর্থাৎ চার বলে কুড়ি |এই ঝোড়ো  ব্যাটিংয়ের গাভাস্কার আমাদের অচেনাই ছিলেন | মাত্র ৮৭ বলে করলেন ১০৩ রান |ভারতকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন |ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার উঠেছিল হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করা চেতন শর্মা ও দুরন্ত শতরান  করা সুনীল গাভাস্কারের হাতে |

নিভে  যাওয়ার আগে প্রদীপ দপ করে জ্বলে ওঠে | বিদায় বেলায় ঝোড়ো ব্যাটিংয়ে সেটাই যেন বুঝিয়ে দিলেন সুনীল গাভাস্কর| সেই জয় নিছক জয় ছিল না |ছিল তার থেকেও অনেক বড় কিছু |এত বছর পরেও স্মৃতির মনিকোঠায় সাজানো |

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.