জুলাইয়ের শেষ সপ্তাহ মানেই বাঙালির কাছে উত্তম সপ্তাহ।
মহানায়কের জন্মমাস কবে, জন্মদিন কবে, এই প্রশ্নগুলো আড়ালেই থেকে যায়। মহানায়ক বললেই উঠে আসে জুলাইয়ের কথা।
২৪ জুলাই বিভিন্ন চ্যানেলে মহানায়ককে নিয়ে নানা অনুষ্ঠান। বিভিন্ন কাগজে বিশেষ ক্রোড়পত্র। নানা দৃষ্টিকোণ থেকে নতুন–পুরনো লেখার সম্ভার।
পিছিয়ে নেই বেঙ্গল টাইমসও। নানা সময়ে উত্তম কুমারকে নিয়ে নানা আকর্ষণীয় লেখা প্রকাশিত হয়েছে। সেগুলি যেমন ফিরে দেখা, পাশাপাশি অনেক নতুন লেখার সম্ভার।
সবমিলিয়ে পুরো সপ্তাহ জুড়েই উত্তম–উদযাপন। রোজ দুটি তিনটি করে ফিচার থাকবে। চাইলে, পাঠকেরাও তাঁদের অনুভূতি মেলে ধরতে পারেন। মহানায়কের বিশেষ কোনও দিক তুলে ধরতে পারেন।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com