আগামী ১৬ জুন কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন।
লকডাউনের আবহে নিঃশব্দে পেরিয়ে গেছে তাঁর জন্ম শতবর্ষ। জন্য কোনও অনুষ্ঠান তো দূরে থাক, অনেকে জানতেও পারেননি। টিভি ও কাগজগুলিও অদ্ভুতভাবেই নীরব ছিল। না ছিল আলাদা ম্যাগাজিন। না ছিল ক্রোড়পত্র।
এখন জীবন আবার স্বাভাবিক স্রোতে। কিন্তু তারপরও তাঁর জন্মদিন হয়ত নিঃশব্দেই পেরিয়ে যাবে। মূলস্রোত কাগজ বা ম্যাগাজিন খুব একটা উদারতা দেখাবে বলে মনে হয় না। জন্মদিনের দিন হয়ত একটা বা দুটো লেখা থাকবে।
হয়ত সকাল থেকে ফেসবুকে কিছু ছবি। টুকটাক স্মৃতিচারণ।
হেমন্তকে নিয়ে কত অজানা কথা। কত মানুষ কাছ থেকে দেখেছেন। বেঙ্গল টাইমস তার সীমিত সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। হেমন্তর জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হবে বিশেষ হেমন্ত সংখ্যা।
প্রিয় পাঠক, এখানে আপনিও লিখতে পারেন। উঠে আসুক হেমন্তর জীবনের নানা অধ্যায়। নির্দিষ্ট কোনও দিকে আলো ফেলুন। প্লিজ, উইকিপিডিয়া দেখে জীবনী বা তথাকথিত ‘রচনা’ লিখে পাঠাবেন না।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com