বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এখন সেই পার্বণের সংখ্যাটা অনেক বেড়েছে। তবে সংস্কৃতিমনষ্ক বাঙালির সেরা পার্বণ নিশ্চিতভাবেই বইমেলা।
সেই বইমেলা নিয়েই বেঙ্গল টাইমসের বিশেষ নিবেদন— বইমেলা সংখ্যা। নানা আঙ্গিক থেকে বইমেলাকে দেখা।
পুরো ম্যাগাজিনটি পিডিএফ ফর্মাটে আপলোড করা আছে। ডাউনলোড করলে সহজেই পড়তে পারবেন।
নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন। আবার প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন। খুলে যাবে বেঙ্গল টাইমসের নতুন ই–ম্যাগাজিন।
https://bengaltimes.in/wp-content/uploads/2023/02/boi-mela-special.pdf