পুজো সংখ্যার পর মাঝে কিছুদিনের বিরতি। এবার আসছে দীপাবলি সংখ্যা।
বেঙ্গল টাইমসের পথ চলা শুরু সেই ২০১৫তে। সেই তখন থেকেই নিয়ম করে প্রকাশিত হচ্ছে দীপাবলি সংখ্যা। সাত বছরের পর এবার আটে পা।
এই সংখ্যাতেও থাকছে গল্প, অনু গল্প, সিনেমা, ফিচার, খেলা, ভ্রমণ–সহ নানা আকর্ষণীয় বিভাগ। কিছু লেখা আমন্ত্রিত। পাশাপাশি, পাঠকদের জন্যও দরজা খোলা। তাঁরাও নানা আঙ্গিক থেকে বিভিন্ন বিষয়ের ওপর লেখা পাঠাতে পারেন।
১) লেখা ইউনিকোডে পাঠানোই বাঞ্ছনীয়।
২) শব্দসংখ্যা: গল্পের ক্ষেত্রে ১২০০ থেকে ১৫০০ শব্দ। ভ্রমণের ক্ষেত্রে অনধিক হাজার শব্দ।
৩) অন্য কোথাও প্রকাশিত লেখা পাঠাবেন না। মনোনীত হলে ই মেল মারফত জানিয়ে দেওয়া হবে।
৪) লেখার সময় ই মেল আইডি ও ফোন নম্বর অবশ্যই জানাবেন।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com