হঠাৎ করেই ভেসে উঠল বিনির নাম

বেঙ্গল টাইমস প্রতিবেদন
পরবর্তী বোর্ড সভাপতি কে?‌ হঠাৎ করেই একটা নাম ভেসে উঠেছে। সেটা হল রজার বিনি।

কর্নাটকের এই জোরে বোলার তিরাশির বিশ্বকাপে নিয়েছিলেন ১৮ উইকেট। সেবার তিনিই ছিলেন সর্বাধিক উইকেট শিকারি। খেলা ছাড়ার পর জাতীয় নির্বাচকও হয়েছেন। এবার সম্ভবত নতুন ভূমিকায়।

হঠাৎ তাঁর নামে জল্পনা কেন?‌

আসলে, বিভিন্ন রাজ্য সংস্থার হয়ে সেই রাজ্যের ক্রিকেট কর্তারাই আসেন বোর্ডের সভায়। এবার কোন রাজ্য থেকে কে প্রতিনিধি হবেন, তা ঠিক হয়ে গেছে। সিএবি থেকে যেমন যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি, তেমনই কর্নাটক থেকে আসছেন রজার বিনি। এই দুজন ছাড়া আরেকজন ক্রিকেটার আছেন। তিনি মহম্মদ আজহারউদ্দিন। তিনি আসছেন হায়দরাবাদের প্রতিনিধি হয়ে।

সৌরভ নিজের রাজ্য সংস্থার সভাপতি ছিলেন। আজহার এখনও সভাপতি আছেন। কিন্তু বিনি সে অর্থে কর্তা নন। হঠাৎ, তাঁকে প্রতিনিধি করে পাঠানো হচ্ছে কেন?‌ কারণ, তাঁকে ঘিরে দানা বাঁধছে নতুন সমীকরণ।

শোনা যায়, বৃহস্পতিবার দিল্লির এক হোটেলে আলোচনায় বসেছিলেন বোর্ডের কিছু শীর্ষকর্তা। সেই তালিকায় প্রাক্তন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজীব শুক্লা, অরুণ ধূমলরা। শোনা যায়, বিনির নামে প্রাথমিকভাবে অনেকেই সম্মতি জানিয়েছেন। সৌরভ নিজেও নাকি আর নির্বাচনে লড়তে তেমন আগ্রহী নন।

আপাতত ঠিক আছে, ১১ ও ১২ অক্টোবর নমিনেশন। ১৩ তারিখ স্ক্রুটিনি। ১৪ তারিখ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৮ অক্টোবর নির্বাচন। নির্বাচন হচ্ছে কিনা, ১৪ তারিখের পর তা পরিষ্কার হবে। কারা লড়াইয়ে রইলেন, সেটা বুঝতেও সেই ১৪ তারিখ লেগে যাবে।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.