এখন পুজোর বাদ্যি অনেক আগেই বেজে যায়। মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যায়। কেনাকাটাও শুরু হয়ে যায় সেই জুলাই থেকেই। যতই অনলাইন কেনাকাটার ধুম আসুক, বাজারের ভিড় কিন্তু কমে না। বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন পসরা নিয়ে ঠিক হাজির হয়ে যায়। প্যান্ডেলেও নতুন থিমের অভাব নেই।
পুজো মানে কিন্তু বাঙালির কাছে আরও একটি প্রিয় জিনিসের হাতছানি। তা হল পুজো সংখ্যা। এটাও এখন আর শরতের মেঘের অপেক্ষা করে না। জুলাই থেকেই এক এক করে হাজির হতে থাকে। আগস্টের মধ্যেই বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের পুজো সংখ্যা বাজারে চলে আসে। বেঙ্গল টাইমসেও পুজো সংখ্যার প্রস্তুতি চলছে। তবে সে এত আগে হাজির হতে চায় না। সে অন্যান্যবারের মতোই মহালয়ার আশেপাশেই হাজির হবে।
এবারের কভার স্টোরি তাহলে কী নিয়ে হতে পারে? বিষয়ের অভাব নেই। একটা ভ্রমণ সংখ্যা হতেই পারত। কিন্তু সেটা পুজোর পরেই না হয় হোক। আলাদা করে পাহাড় সংখ্যা, জঙ্গল সংখ্যার কথাও ভাবা যেতেই পারে। এবার বরং সামনে আসুক খেলাধুলো। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিল, সৌরভ গাঙ্গুলির ওপর এখনই কুলিং অফ প্রযোজ্য হচ্ছে না। তিনি আরও তিন বছর থাকতে পারবেন।
অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলছেন। ভাবছেন, সৌরভ হয়ত এখনও তিনবছর বোর্ড সভাপতি থাকবেন। কিন্তু এমনটা নাও হতে পারে। হয়ত সম্মানজনক পুনর্বাসন নিয়ে আইসিসি–তে চলে যেতে হতে পারে। কোন অঙ্কে? তাই নিয়েই কভার স্টোরি। সঙ্গে অন্যান্য বিষয় তো আছেই।
পুজো সংখ্যার আগে এটাই শেষ নিয়মিত সংখ্যা। পড়ুন। পড়া শেষ হওয়ার আগেই হয়ত পুজো সংখ্যা হাজির হয়ে যাবে।
****
ই ম্যাগাজিনটি পিডিএফ ফাইলে আপলোড করা হল। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারবেন।
১) নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন।
২) নীচে কভারের ছবিতেও ক্লিক করতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/09/BENGAL-TIMES-16-SEPTEMBER-2022.pdf