তাঁর মূলত তিনটি প্যাশন। কিশোর কুমার, ইস্টবেঙ্গল ও সিপিএম। এই তিন বিষয় নিয়ে কোনও নিন্দে শুনতে তিনি রাজি নন। এই তিনের পাশে দাঁড়াতে তাঁর ‘নিরপেক্ষ’ হওয়ার কোনও দরকারও পড়ে না।
যাঁর কথা বলা হচ্ছে, তিনি কুণাল দাশগুপ্ত। চিকিৎসক, সাংবাদিক, গায়ক, লেখক। দেওয়ার মতো অনেক পরিচয়ই আছে। কিন্তু এখানে তিনি নিতান্তই কিশোর অনুরাগী। কেউ কেউ কিশোর–পাগল বা কিশোর গবেষকও বলতে পারেন।
কিশোর কুমারকে নিয়ে নানা সময় নানা আঙ্গিকের লেখা লিখেছেন। নিজের মতো করে কাটাছেঁড়া করেছেন। তুলে ধরেছেন কিশোরের নতুন নতুন দিক।
তারই কিছু লেখা একত্রিত করে তৈরি হল এই ই–বুক— চিরকিশোর।
বইটি সহজেই ডাউনলোড করা যায়। দ্রুত পড়ে ফেলা যায়। একবার পড়ে তৃপ্তি না এলে আবার পড়ে ফেলা যায়। বেঙ্গল টাইমসের ওয়েবসাইটে সেই পিডিএফ বই আপলোড করা হল।
অনেক সময় পিডিএফ খুলতে সমস্যা হয়। তাই ওয়েবলিঙ্কও করা হল। সেই লিঙ্কে ক্লিক করলেই বইটি খুলে যাবে। দ্রুত পড়ে ফেলুন। ভাল লাগলে অন্যদের মধ্যে ছড়িয়ে দিন।
(নীচে প্রচ্ছদের ছবিতও ক্লিক করতে পারেন। তার নীচে যে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও ক্লিক করতে পারেন। )
https://bengaltimes.in/wp-content/uploads/2022/09/CHIRO-KISHORE…-KUNAL-DASGUPTA.pdf