মহানায়কের পর এবার মহাগায়ক। উত্তম কুমারের পর কিশোর কুমার। জুলাইয়ের শেষ সপ্তাহে উত্তম সংখ্যার পর এবার কিছুটা তাড়াহুড়ো করেই প্রকাশিত হল কিশোর সংখ্যা।
গানের জগতে এমন বর্ণময় চরিত্র আর ক’জন আছেন! এসেছিলেন অভিনয় করতে। সেখান থেকে হয়ে গেলেন গায়ক। তিনি যে আশির ওপর ছবি করেছেন, এই পরিচয়টাই ঢাকা পড়ে যায় গায়ক পরিচিতির কাছে। তাঁকে নিয়ে লিখতে গেলে বিষয়ের অভাব নেই। ব্যক্তিগত জীবনের নানা ঘাত–প্রতিঘাত তো আছেই। তাঁর মজার গল্পেরও শেষ নেই। কত বিতর্ক, কত রটনা তাঁকে ঘিরে। যার কোনওটা অতিরঞ্জিত, কোনওটা নিখাদ কাল্পনিক। এসব বিষয় বেশ মুখরোচক, সন্দেহ নেই। কিন্তু সচেতনভাবেই সেগুলিকে বিষয় হিসেবে আনা হয়নি।
একদিকে হিন্দি গানের দীর্ঘ যাত্রাপথ উঠে এসেছে, তেমনি বাংলা গানের ক্ষেত্রেও কিছু অজানা দিক তুলে আনার চেষ্টা হয়েছে। নানা আকর্ষণীয় তথ্যের সম্ভার যেমন আছে, তেমনি গানের আড়ালের কিছু গল্পও আছে। লতা মঙ্গেশকারকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারও তুলে ধরা হয়েছে। যেখানে ধরা দিয়েছেন অন্য এক কিশোর।
চাইলে, শুধু কিশোরকে নিয়েই সংখ্যাটা হতে পারত। কিন্তু গত বেশ কয়েকটি সংখ্যায় অন্যান্য দিকগুলো কিছুটা উপেক্ষিত থাকছে। তাই, রাজনীতি, খেলা ও ভ্রমণের লেখাও রাখা হয়েছে। পড়ুন। ভাল লাগলে ছড়িয়ে দিন। আগামীদিনে আরও আকর্ষণীয় সংখ্যা নিয়ে হাজির হওয়ার প্রতিশ্রুতি রইল।
******
চাইলেই ই–ম্যাগাজিনটি পড়তে পারেন। পিডিএফ ফাইলে আপলোড করা হল। সঙ্গে ওয়েবলিঙ্কও দেওয়া হল।।
ওয়েব লিঙ্কেও ক্লিক করতে পারেন।
প্রচ্ছদের ছবিতেও ক্লিক করতে পারেন।
https://bengaltimes.in/wp-content/uploads/2022/08/KISHORE-KUMAR-ISSUE.pdf