কাঁধে হাত রাখলেন হিটলার

(‌নেতাজি ও হিটলারের সাক্ষাৎ সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। কতটা সত্যি, কতটা কল্পনা জানা নেই। তবু এটা জানা দরকার। প্রচলিত সেই কাহিনি তুলে ধরা হল বেঙ্গল টাইমসের পাঠকদের জন্য)‌

নেতাজি সুভাষ চন্দ্র বোস যখন প্রথমবার হিটলারের সঙ্গে দেখা করতে গেলেন।
তখন হিটলারের লোকেরা তাঁকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে বললেন। নেতাজি
বসে আপনমনে বই পড়তে লাগলেন।

hitler

হিটলারের গোটাকয়েক ডুপ্লিকেট সবসময় হিটলারের বেশেই থাকতেন এবং তাঁরাই লোকজনের সঙ্গে কথা বলতেন। এমনই একজন এসে নেতাজির সঙ্গে কথা বলতে লাগলেন। নেতাজি বললেন যে তিনি হিটলারের সঙ্গেই কথা বলতে এসেছেন এবং আবার বইয়ে মনোনিবেশ করলেন।

এভাবে কয়েকজন নিজেকে হিটলার পরিচয় দিয়ে কথা বলতে চাইলেন। কিন্তু নেতাজি বইয়েই মনোনিবেশ করে রইলেন।
এরপর একজন এসে নেতাজির কাঁধে হাত রাখলেন।
সঙ্গে সঙ্গে নেতাজি বলে উঠলেন ‘হিটলার’।
হিটলার অবাক হয়ে বললেন: “এর আগে আমাদের কখনও সাক্ষাৎ হয়নি।
তুমি নিশ্চিতভাবে আমাকে চিনলে কীভাবে?”
নেতাজি: “যার আওয়াজে ব্রিটিশ প্রধানমন্ত্রী কাঁপে, সেই সুভাষ চন্দ্র বোসের
কাঁধে হাত রাখার সাহস একমাত্র হিটলারেরই আছে। এমনকী তার লোকদেরও
নেই।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.