প্রতিবারের মতো এবারও থাকছে বেঙ্গল টাইমসের আকর্ষণীয় পুজো সংখ্যা। চাইলে হয়ত অনেক আগেই বের করা যেত। কিন্তু জুলাই বা আগস্ট থেকে পুজো সংখ্যা বেরিয়ে গেলে তার রেশ অনেক আগেই ফুরিয়ে যায়। তাই বেঙ্গল টাইমসের পুজো সংখ্যা আসে পুজোর গন্ধ গায়ে মেখেই।
এবারও পুজো সংখ্যা প্রকাশিত হবে সেপ্টেম্বরের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে। যেন পুজোর আগে পড়া শেষ হয়ে যায়। প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছু লেখা থাকছে আমন্ত্রিত। পাশাপাশি, বেঙ্গল টাইমসের পাঠকদের জন্যও দরজা খোলা। তাঁরাও লিখতে পারেন।
আপনারা পাঠাতে পারেন:
১) গল্প
২) অনু গল্প
৩) ছোট কবিতা/ছড়া
৪) ভ্রমণ
৫) ফিচার
৬) শ্রদ্ধার্ঘ/স্মৃতিচারণ
৭) খেলা সংক্রান্ত লেখা
● লেখা পাঠান ইউনিকোডে।
● লেখা যেন ইতিপূর্বে কোথাও প্রকাশিত না হয়।
● লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর।
● চেষ্টা করুন ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে পাঠাতে।
● লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবিও পাঠাতে পারেন।
সম্পাদকমণ্ডলীর বিচারে মনোনীত হলে, তবেই প্রকাশিত হবে।
লেখা পাঠিয়ে তদ্বির করবেন না। মনোনীত হলে আগাম জানিয়ে দেওয়া হবে।
লেখার সঙ্গে ফোন নম্বর ও ই মেল আইডি অবশ্যই পাঠাবেন।
লেখা পাঠানোর ঠিকানা:
bengaltimes.in@gmail.com