বেঙ্গল টাইমসে আগেও ধারাবাহিক লেখা প্রকাশিত হয়েছে। আবার ধারাবাহিক লেখায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ধারাবাহিক উপন্যাস হতে পারে। বড় গল্প হতে পারে।
শব্দ সংখ্যা: দশ থেকে পনেরো হাজার।
অন্তত পনেরো দিন ধরে যেন প্রকাশ করা যায়। রোজ না প্রকাশ করে বিশেষ তিন দিন প্রকাশিত হতে পারে।
বারবার লেখককে তাগাদা দেওয়া সম্ভব নয়। তাই, কিস্তিতে নয়। পুরো লেখা একসঙ্গে পাঠিয়ে রাখতে হবে। অন্ততপক্ষে, দশ হাজার শব্দ আগাম পাঠাতে হবে।
উপন্যাসটি ধারাবাহিকভাবে সম্পূর্ণ প্রকাশ হয়ে গেলে বেঙ্গল টাইমসের পক্ষ থেকে একটি ই–বুক করে দেওয়া হবে।
যাঁরা লিখতে আগ্রহী, তাঁরা যোগাযোগ করতে পারেন।
ঠিকানা: bengaltimes.in@gmail.com