শীত মানেই মন উড়ু উড়ু। কোথাও না কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছে করে। লম্বা ছুটি পেলে তো কথাই নেই। অনেকে হয়ত একদিন বা দুদিনের ছোট্ট ছুটিতেও ঘুরে এলেন। বা কেউ হয়ত একবেলার পিকনিক সেরে এলেন। সেই অভিজ্ঞতার কথা লিখে পাঠান বেঙ্গল টাইমসে। আপনার বেড়ানোর অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক বেঙ্গল টাইমসের ভ্রমণ বিভাগ।
লেখা পাঠানোর ঠিকানাঃ bengaltimes.in@gmail.com