সৌমিত্রর মেয়ে পৌলমী তখন একেবারেই ছোট। আউটডোর লোকেশন থেকে দুটি চিঠি লিখেছিলেন মেয়েকে। সেই চিঠি দুটি পাঠ করলেন মেয়ে পৌলমী। বেঙ্গল টাইমসে সেই দুটি চিঠি।
###########
১১ বছর বয়সে মেয়েকে লেখা চিঠি-
আজ দুপুরে মাইল দু তিন দূরে গঙ্গার ধারে শুটিং করছিলাম। ভীষণ বৃষ্টি এসে সব পণ্ড হয়ে গেল। ভিজে চুপসে হেঁটে হেঁটে ফিরে এলাম। রাস্তায় এঁটেল মাটির কাদা। হাজার খানেক লোক হাঁটছে আর কত যে আছাড় খাচ্ছে ঠিক নেই। এখানে তোমাদের ছেড়ে এসে থাকতে আমার যে খুব মন কেমন করে তা তো বুঝতেই পারছ। কিন্তু মানুষকে তো কাজ করতেই হবে। কাজ করার মতো আনন্দের কিছু নেই। আজকাল তোমাদের ছেড়ে এলেও আমার ততকিছু উদ্বেগ লাগে না। তুমিও তো এখন বড় হয়ে যাচ্ছ। দরকার হলে দাদা, মামণির মত তুমিও সবকিছু দেখাশোনা করতে পার। অন্তত নিজের কাজগুলো, নিজের পড়াশোনা নিজেই করতে পার। বড় হওয়াটা যেমন ভীষণ মজার তেমন দায়িত্বেরও। বড় হলে নিজের ভাল মন্দ নিজেই বুঝতে শিখতে হয়। আর যে আরও বড় হয় সে নিজের সঙ্গে সঙ্গে আরও অনেকের ভাল মন্দ বুঝতে শেখে। তুমি যে তেমন করেই বড় হবে সে বিশ্বাস আমার তোমার ওপর আছে। আমার কেবল মনে হয় আমার ছেলে– মেয়েদের কার কত টাকা হল, পয়সা হল, নাম হল খ্যাতি কি হল, তার চাইতে আমি ঢের বেশি সুখী হব, যদি দেখি আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তারা অলস নয়, অকর্মণ্য নয়, অগোছালো নয়। তারা মিথ্যে বলে না, খারাপ কাজ করে না, বাইরের চাকচিক্য না করে তারা সত্যি সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন। তারা অযথা ভয় পায় না, কারণ ভয় পাবার মত কাজ তারা করে না। তুমি তোমার দাদা নিশ্চই তেমনি সহজ, সরল, নির্ভীক সত্যাশ্রয়ী মানুষ হবে এমন বিশ্বাস আমার আছে।
###########
২ নং চিঠি। ১৩ বছর বয়সে মেয়েকে লেখা-
কিন্তু মামণি তোমাকে আমরা কত ভালবাসি সেইটা শুধু জানাব বলে চিঠিটা আমি লিখছি না। তা তো তুমি জানোই। তুমি তো জানো তোমার দাদা, তোমার মামণি, তোমার বাপি তোমায় কত ভালবাসে। এই চিঠিটা তোমায় লিখছি, তোমার বড় হওয়ার কতকগুলো দায়িত্ব আরও একবার তোমায় মনে করিয়ে দেব বলে। বড় হওয়া মানে যে শুধু শরীরটা বড় হয়ে গেল সেইটার দায় দায়িত্ব নেওয়া নয়। বড় হওয়ার মানে মনটাকেও বড় করে নেওয়া। বড় ভাব, বড় সুখ, বড় বুদ্ধি, বড় কল্পনা, বড় ত্যাগ, বড় ধৈর্য, বড় মমতা, বড় ভালবাসার মধ্যে মনটাকে নিয়ে যাওয়াই তো বড় হওয়া। আর ছোট কিছু থাকবে না। ছোট চিন্তা, ছোট চাওয়া, ছোট দুঃখ আর এখন থেকে তোমার মনে তৃপ্তি পাবে না। সব ক্ষুদ্রতার সীমা কাটিয়ে তোমার মন বড় জীবন বড় সত্যকে খুঁজতে বেরোক -আজ তোমাকে এই আশীর্বাদ করছি।