বৃষ্টি চৌধুরি
আবার সেই বাবার ফেলুদাতেই ফিরে যেতে চেয়েছিলেন সন্দীপ রায়। চেয়েছিলেন ফেলুদার ভূমিকায় ফিরে আসুন সৌমিত্র চট্টোপাধ্যায়। তখন সৌমিত্রর বয়স প্রায় ৭৫ এর কাছাকাছি। ফেলুদা হিসেবে সব্যসাচী চক্রবর্তীরও ১২ বছর কাজ করা হয়ে গেছে।
সেই ১৯৯৬ থেকেই ফেলুদা সিরিজে হাত দিয়েছিলেন সন্দীপ রায়। প্রথমে দূরদর্শনের জন্য। সেই সিরিজে ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী, তোপসে ছিলেন শাশ্বত চ্যাটার্জি, আর জটায়ু রবি ঘোষ। অনেকগুলো পর্ব হয়েছিল।
২০০৩ নাগাদ ফেলুদা এল বড় পর্দায়। বোম্বাইয়ের বম্বেটে। এবারও সব্যসাচী। বছর তিনেক পর বেরোলো কৈলাশে কেলেঙ্কারি। ২০০৮ নাগাদ টিনটোরেটোর যীশু। সন্দীপ চেয়েছিলেন আবার সৌমিত্রকে ফিরিয়ে আনতে। প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছিলেন সৌমিত্র। বলেছিলেন, তোমার বাবা আমাকে যে জায়গায় বসিয়ে গিয়েছেন, তারপর আমার এই ছবি করা ঠিক হবে না। তুমি কিছু মনে কোরো না।
সন্দীপও বুঝেছিলেন সৌমিত্রের অস্বস্তির জায়গাটা। তাই আর জোরাজুরি করেননি। সব্যসাচী চক্রবর্তীকেই বেছেছিলেন ফেলুদার জন্য।