লেখা পাঠানোর নিয়মাবলী: ১) যে কোনও একটি বিষয়ে লেখা পাঠান। গল্পের ক্ষেত্রে শব্দসংখ্যা আনুমানিক ১০০০। অণু গল্পের ক্ষেত্রে ৩০০। ভ্রমণের ক্ষেত্রে ৫০০–১০০০। ফিচারের ক্ষেত্রে ৫০০–৮০০। ২) লেখা পৌঁছতে হবে ১০ নভেম্বরের মধ্যে। ৩) পিডিএফ নয়, ওয়ার্ড ফাইলেই লেখা পাঠান। লেখার সঙ্গে প্রয়োজনীয় ছবিও পাঠাতে পারেন। ৪) লেখা মনোনীত হলে ফোন বা ই মেল মারফত জানিয়ে দেওয়া হবে। ৫) কোনও লেখা হয়ত মনোনীত হল। কিন্তু দীপাবলিতে প্রকাশ করা গেল না। সেক্ষেত্রে পরবর্তী কোনও সংখ্যাতেও প্রকাশিত হতে পারে।