এক মাস আগে পৃথিবীকে ‘আলবিদা’ জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। এই এক মাসে কত ঝড়ঝাপটা বয়ে গেছে বলিউডের ওপর। কত ঝড় উঠছে কত অচেনা অনুরাগীর হৃদয়ে। এক মাস পর সেই দিকে আলো ফেলার চেষ্টা। ধারাবাহিক লেখায় সুশান্ত সিংকে তুলে আনলেন ইন্দ্রাণী রাহা। আজ পঞ্চম পর্ব। পরপর সাতদিনে সাত কিস্তি। আপলোড হবে ঠিক সকাল আটটায়। চোখ রাখুন বেঙ্গল টাইমসে।
এক কঠিন ভাঙা–গড়ার মধ্যে দিয়ে চলছে তোমার জীবন। ইঞ্জিনিয়ারিং শেষ হওয়ার ছমাস আগে রুপোলি জগৎ তোমায় টেনে নিয়ে গেল। অদ্ভুত এই রুপোলি পর্দার জগৎ, মানুষ নিরন্তর চেষ্টা করে চলেছে মিথ্যাকে নিখুঁত সত্যিতে পরিণত করার।
এখানে দেখানো কৃতিত্ব–গৌরব, মান–অভিমান, অভিযোগ থেকে অনুরাগ, এমনকি সম্পর্কগুলো ও মিথ্যা। তারা নিরলস পরিশ্রম করে মিথ্যার বেসাতি করে।
এই মিথ্যাকে যে যত সূচারুভাবে প্রতিষ্ঠা করতে পারে, তার তত জয়জয়কার। মন আজ ও তাই মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে খোঁজে ……
মহেন্দ্র সিং ধোনি আর সুশান্ত সিং রাজপুত যেমন একাকার হয়ে গিয়েছিল, তেমনই বলিউডের কিং খান আর তোমার জীবনও ইদানিং পিঠোপিঠি হয়ে যাচ্ছিল। হয়তো বা একটু বেশিই নজরকাড়া। কারণ, তুমি ছিলে শিক্ষিত–মার্জিত, বহু গুণের অধিকারী। হেড এবং টেল এক ই মুদ্রায় থাকলেও, হেডটাই অধিক কাম্য। তাই কি তোমাকে অকালে চলে যেতে হল?
উত্তরটা হয়তো আর পাওয়া যাবে না। কারণটা তোমার চলে যাওয়া নয়, থেকে যাওয়া।
তুমি মরিয়া প্রমাণ করিলে তুমি কতটা জুড়িয়া ছিলে।
(ষষ্ঠ কিস্তি রবিবার, ঠিক সকাল আটটায়)