গত বছরের মতো এবারও। বেঙ্গল টাইমসের শারদ সংকলন। প্রকাশিত হবে পুজোর অনেক আগেই।
এখন থেকেই তার প্রস্তুতি। থাকবে অণু উপন্যাস, গল্প, অণু গল্প, ফিচার।
সিনেমা, ভ্রমণ, খেলা নিয়েও থাকবে আকর্ষণীয় প্রতিবেদন।
প্রতি সপ্তাহে এই ঘোষণা দেওয়া হবে। এখন থেকেই লেখা পাঠিয়ে রাখতে পারেন। বাংলা ফন্টে, কম্পোজ করেই লেখা পাঠান। লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ আগস্ট।
লেখা পাঠানোর ঠিকানাঃ bengaltimes.in@gmail.com