লকডাউন নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল আগেই। এবার জুনের প্রথম সপ্তাহে এসে গেল আরও একটি ই–ম্যাগাজিন। এবার নির্দিষ্ট কোনও বিষয়কে সামনে রেখে নয়। এবারের ই ম্যাগাজিন কিছুটা পাঁচমিশেলি।
লকডাউনের অবসরে কীভাবে ই বুক ও অডিও বুক ছড়িয়ে যাচ্ছে, সাহিত্যের নতুন আঙিনা খুলে যাচ্ছে, তা নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। পেরিয়ে গেল বিশ্ব সাইকেল দিবস। সাইকেল নিয়ে রয়েছে নস্টালজিক লেখা। চলে গেলেন চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে থাকছে বিশেষ দুটি লেখা। লকডাউনের বাজারে কে কী ছবি দেখলেন, কোনটা কেমন লাগল? তা নিয়ে বিশেষ ফিচার। কাগজে রোজ বিরাট কোহলির ছবি কেন? একেবারেই অন্য আঙ্গিক থেকে তির্যক লেখা।
অন্যান্য সংখ্যার মতোই এই সংখ্যাটিও পিডিএফ ফাইলে আপলোড করা আছে। ডাউনলোড করলেই অনায়াসে পড়তে পারবেন।
পড়তে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.bengaltimes.in/BengalTimes-LockdownIssue.pdf