এখন অখণ্ড অবসর। তার ওপর বাংলা নতুন বছর। অনেকেরই সময় কাটছে সিনেমা দেখে। কেউ দেখছেন হইচই। কেউ অ্যামাজন প্রাইম বা নেট ফ্লিক্স। কেউ দেখছেন ইউটিউবে। আবার কারও সঙ্গী টিভি। নানা চ্যানেলে নানা আকর্ষণীয় ছবি। আগে হয়ত দেখার সুযোগ ছিল না। কিন্তু এই লকডাউন সেই সুযোগ এনে দিয়েছে।
কী ছবি দেখা যায়, কী ছবি দেখা উচিত, তা নিয়ে আলোচনাও চলছে। কোন ছবিটা কোথায় পাওয়া যাচ্ছে, কীভাবে ডাউনলোড করতে হবে, সেই উপায়ও বাতলে দিচ্ছেন অনেকেই। শুধু সিনেমা দেখেই কি আপনার দায়িত্ব শেষ!
বেঙ্গল টাইমসে আগেই একটা বিভাগ ছিল। শুধু সাম্প্রতিক সময়ের নয়, পুরনো ছবি নিয়েও এখানে আলোচনা হত। এমন অনেক পুরনো সিনেমাকে নতুন করে আলোচনায় ফিরিয়ে আনা হয়েছে। দর্শকরাও তাঁদের প্রতিক্রিয়া, তাঁদের মনোভাব জানিয়েছেন লেখার মাধ্যমে।
আবার যদি সেই বিভাগকে একটু সক্রিয় করে তোলা যায়! যে ছবি দেখলেন, সেটা নিয়ে লিখুন। যা খুশি। হয়ত আগে দেখেছেন। আবার দেখলেন। কেমন লাগল। আগের থেকে এবারের অনুভূতির ফারাক কতটা। এসব বিষয়ও উঠে আসতে পারে। হয়ত আগে দেখেননি। এই সুযোগে দেখলেন। আপনার কাছে এটা তাহলে নতুন ছবি। সেই ছবির জমজমাট রিভিউ লিখে ফেলুন। কোনও অভিনেতা বা পরিচালককে খোলা চিঠিও লিখে ফেলতে পারেন।
তাহলে, শুরু করে দিন। এই সুযোগে ছবিগুলো নিয়ে নতুন করে আলোচনা শুরু হোক। সেই ছবি আরও জীবন্ত হয়ে উঠুক। আপনার আলোচনা হয়ত আরও কাউকে সেই ছবি দেখায় উস্কে দিতেও পারে।
লেখা পাঠানোর ঠিকানা
bengaltimes.in@gmail.com