এবার বেঙ্গল টাইমসে ই ম্যাগাজিনে বিশেষ বইমেলা সংখ্যা। প্রকাশিত হবে কলকাতা বইমেলার আগেই।
বইমেলাকে ঘিরে থাকবে আকর্ষণীয় ফিচার। নতুন বইয়ের কথা যেমন থাকবে। তেমনি থাকবে বইমেলার নানা অজানা দিক। সঙ্গে অবশ্যই স্মৃতিচারণ। বইমেলাকে ঘিরে নানা মজার গল্প।
প্রিয় পাঠকও অংশ নিতে পারেন। বইমেলা নিয়ে আপনার স্মৃতিচারণ, ভাবনা, পরামর্শ তুলে ধরুন। বইমেলাকে ঘিরে গঠনমূলক সমালোচনাও চলতে পারে।
লিখে পাঠান বেঙ্গল টাইমসের ঠিকানায়।
bengaltimes.in@gmail.com