মহালয়া থেকে বেঙ্গল টাইমসে আসছে নতুন মাত্রা। ওয়েবসাইটে নানা আকর্ষণীয় ফিচারের পাশাপাশি আসছে নতুন ই ম্যাগাজিন। আপাতত মাসে দুবার। সামনের বছর থেকে মাসে চারবার, অর্থাৎ প্রতি সপ্তাহে।
এর আগেও নানা সময়ে বেঙ্গল টাইমসের ই ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। তবে, সেগুলি বিশেষ উপলক্ষকে সামনে রেখে। কখনও, পুজোয়। কখনও দীপাবলিতে। কখনও উত্তম কুমারের স্মরণে। কখনও বিশেষ ভ্রমণ সংখ্যা। এবার নিয়মিত সেই ই ম্যাগাজিন প্রকাশিত হবে।
সাহিত্য, রাজনীতি, সিনেমা, ভ্রমণ, খেলা—সহ নানা আকর্ষণীয় বিভাগ থাকছে। কিছু লেখা থাকবে আমন্ত্রিত। পাশাপাশি, পাঠকদের জন্যও থাকছে লেখক হয়ে ওঠার সুযোগ। নানা বিষয় নিয়ে পাঠকরাও লেখা পাঠাতে পারেন। সেই লেখা নির্বাচিত হলে ই ম্যাগাজিনে প্রকাশিত হবে।
বেঙ্গল টাইমসে প্রতিদিন নানা বিষয়ে অনেক আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশিত হয়। কিছু কিছু লেখা থাকে, যেগুলি দুদিন পর আর প্রাসঙ্গিক থাকে না। কিন্তু কোনও কোনও লেখা অনেকদিন পরেও প্রাসঙ্গিক থাকে। তাছাড়া, ওয়েবে প্রকাশিত বেশি কিছু লেখা অনেকের নজর এড়িয়ে যায়। বাছাই করা তেমন কিছু লেখাও ফিরে আসতে পারে ই ম্যাগাজিনে।
নির্দিষ্ট বিষয়কে সামনে রেখে কখনও কখনও বিশেষ সংখ্যাও প্রকাশিত হবে। কখনও শুধু সেই বিষয়কে সামনে রেখেই সংখ্যাটি তৈরি হবে। আবার কখনও কখনও সেই নির্দিষ্ট বিষয়ের পাশাপাশি নিয়মিত বিভাগগুলিও থাকবে। কত পাতার ম্যাগাজিন, তার কোনও সীমারেখা থাকছে না। কোনও সংখ্যা তিরিশ পাতার হতে পারে। আবার কোনও সংখ্যা পঞ্চাশ বা তার বেশি পাতাও হতে পারে।
ই ম্যাগাজিনটি যেমন বেঙ্গল টাইমসের ওয়েবসাইটে আপলোড হবে, তেমনি পিডিএফ আকারে সোশাল সাইটেও আপলোড হবে। হোয়াটসঅ্যাপেও লিঙ্ক পাঠানো যাবে।
লেখা পাঠানোর ঠিকানা: bengaltimes.in@gmail.com