বেঙ্গল টাইমস প্রতিবেদন: শতবর্ষের ইস্টবেঙ্গলে নানা ভাবনা। এবার প্রাক্তন ফুটবলারদের আরও বেশি করে ক্লাব প্রশাসনে আনতে চায় ইস্টবেঙ্গল। নিছক কর্মসমিতিতে নেওয়া নয়, আরও গুরুত্বপূর্ণ দায়িত্বেই বসানো হতে পারে প্রাক্তন ফুটবলারদের।
প্রাথমিকভাবে চারজন ফুটবলারের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া। চারজনই দীর্ঘদিন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। তাঁদের খেলোয়াড় জীবনের সেরা সময়টা ইস্টবেঙ্গলেই কাটিয়েছেন। খেলা ছাড়ার পরেও লাল হলুদের সঙ্গে নানাভাবে জড়িয়ে থেকেছেন।
সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য কোচ হিসেবে জাতীয় লিগ দিয়েছেন। ভাস্কর গাঙ্গুলি খেলা ছাড়ার পরেও ক্লাবের নানা কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন। বাইচুংও ইস্টবেঙ্গল সম্পর্কে বেশ দুর্বল। ক্লাবকর্তাদের ইঙ্গিত, সভাপতি ও সচিব ছাড়া অন্য যে কোনও বিভাগেই এঁদের নিয়োগ করা যেতে পারে। যদিও চার প্রাক্তন এখনই পূর্ণ সম্মতি জানাননি। তবে, এই চারজনকে প্রশাসনে আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।