বেঙ্গল টাইমস প্রতিবেদন: অনুশীলন শুরু হয়ে গেছে অনেক আগেই। দলগঠনের প্রক্রিয়াও শেষ। এবার মাঠে নেমে পড়ার পালা।
অন্যান্যবার কলকাতা লিগ দিয়েই অভিযান শুরু হয় কলকাতার বড় ক্লাবগুলির। এবারও তেমনই হওয়ার কথা ছিল। কিন্তু সূচি বদল হয়ে পরিস্থিতিটাও বদলে গেছে। ডুরান্ড কাপ দিয়েই শুরু হচ্ছে মোহনবাগানের অভিযান।
এই প্রথম বাংলার মাটিতে হচ্ছে ডুরান্ড কাপ। সেনাবাহিনীর এই টুর্নামেন্ট প্রতিবার দিল্লিতেই হয়। কিন্তু এবার ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাকে। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান ও মহমেডান। ময়াদনে যাকে মিনি ডার্বি বলা হয়।
মোহনবাগানে নতুন কোচ স্পেনের কিবু ভিকুনা। অন্যদিকে, মহমেডানের কোচ সুব্রত ভট্টাচার্য। বহু যুদ্ধের সৈনিক। কোচ হিসেবেও প্রতিষ্ঠিত। তবে মহমেডানের হয়ে এই প্রথম। সেদিক থেকে তাঁর সামনেও নতুন এক চ্যালেঞ্জ।