সেবার ক্রুশ্চেভ এসেছিলেন কলকাতায়। মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র তো ছিলেনই। ডাকা হয়েছিল বিরোধী দলনেতা জ্যোতি বসুকেও। ক্রুশ্চেভের সঙ্গে জ্যোতিবাবু করমর্দন করছেন।
এমন সময় বিধান রায় বলে উঠলেন, ভাল করে দেখে নাও। আমাদের দেশের খুদে লেনিন।
জ্যোতিবাবুর হাসি খুবই বিরল। সচরাচর তাঁকে হাসতে দেখা যেত না। বিধান রায়ের এই কথা শুনে সেদিন জ্যোতিবাবুও নাকি হেসে ফেলেছিলেন।