বেঙ্গল টাইমস প্রতিবেদন: পুজো সংখ্যায় প্রতিবার সবার আগে সে হাজির হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারও সবার আগেই বাজারে এসে যাচ্ছে ছোটদের পত্রিকা আনন্দমেলা।
এই পত্রিকা দিয়েই বাঙালির পুজো সংখ্যা অভিযান শুরু হয়ে যায়। গত বেশ কয়েক বছর ধরে জুলাই মাসেই হাজির হয়ে যায় আনন্দমেলা। পুজোর মোটামুটি মাস তিনেক আগেই। কোনও কোনও বার তো জুলাইয়ের শুরুতেই এসে যায়।এবার অবশ্য প্রকাশিত হচ্ছে জুলাইয়ের শেষ নাগাদ।
গত কয়েকদিন ধরেই কাগজে বিজ্ঞাপন চলছে। ২৬ জুলাই স্টলে এসে যাওয়ার কথা। এবার উপন্যাস লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অনীশ মুখোপাধ্যায়, দীপান্বিতা রায়, অংশুমান কর, বিপুল দাস, সর্বাণী বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, সবমিলিয়ে থাকছে সাতটি উপন্যাস।
কমিকসে থাকছে তিনটি কাহিনি। ভূস্বর্গ ভয়ঙ্কর, কাইরং মঠে গোগোলের কাণ্ড, গাড়ি গেরোয় কলম্বাস। ছোট গল্প লিখেছেন প্রচেত গুপ্ত, তিলোত্তমা মজুমদার, স্মরণজিৎ চক্রবর্তী, উল্লাস মল্লিক, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ বসু। ছোটদের জন্য কবিতা থাকছে শঙ্খ ঘোষ ও জয় গোস্বামীর। এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় ফিচার তো আছেই।