বেঙ্গল টাইমস প্রতিবেদন: অবশেষে বৃষ্টির বার্তা দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুরদুযার, কোচবিহার, জলপাইগুড়িতে বন্যা পরিস্থিতি। কখনও জল একটু নামছে। আবার ফুলে ফেঁপে উঠছে নদী। তিস্তা, তোর্সা, কালজানি, জলঢাকা, রায়ডাক, করলা, মহানন্দা থেকে শুরু করে উত্তরের বিভিন্ন নদীতেই জল বিপদসীমা পেরিয়ে গেছে। দুই পাড়কে প্লাবিত করেছে।
কিন্তু একবঙ্গে যখন বন্যা, অন্যবঙ্গে তখন বৃষ্টির জন্য কাতর প্রার্থনা। শ্রাবণের মাঝামাঝি। তবু বৃষ্টির দেখা নেই কলকাতায়। বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অবশেষে, স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূল এলাকাতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা। টানা দু তিন দিন ধরে বৃষ্টি চলতে পারে।
এর মধ্যেই দক্ষিণবঙ্গে দু তিনটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘ। বিকেল নাগাদ হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে শুক্রবার থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা। আপাতত, সেদিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গ।