বেঙ্গল টাইমস প্রতিবেদন: বেশ জোরালো জল্পনা শুরু হয়ে গেছে। বিশ্বকাপের পরই সম্ভবত অবসর নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট থেকে চার বছর আগেই সরে দাঁড়িয়েছেন। একদিনের ক্রিকেটে নেতৃত্বও ছেড়েছেন প্রায় দু বছর হল। ধরে নেওয়াই যায়, যে কোনও দিনই একদিনের ক্রিকেটেও দাঁড়ি টানবেন। হয়ত বিদায় নেবেন আইপিএল থেকেও।
এদিকে, তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে জল্পনা। সূত্রের দাবি, বিশ্বকাপের পরেই বিজেপিতে যোগ দেবেন ধোনি। সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। ধোনিকে সামনে রেখেই হয়ত ঝাড়খণ্ডে লড়াই করতে পারে বিজেপি।
ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রঘুবর দাস। এবার তাঁকে সামনে রেখে লড়াই করলে আদৌ কতটা সাফল্য আসে, তা নিয়ে খোদ বিজেপি শিবিরেই সংশয়। তাই নতুন মুখকে তুলে ধরার দাবি আসছে নানা মহল থেকেই। শিল্প সম্মেলনে ধোনিকে সামনে রাখা হয়েছিল। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়য যদিও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক।
কিন্তু বিজেপির একটি অংশের দাবি, এবার ধোনি প্রকাশ্যে আসবেন। দলের কারও কারও সঙ্গে নাকি এই মর্মে কথাও হয়েছে। দলের অনেকেই মনে করছেন, ধোনিকে সামনে আনলে প্রতিষ্ঠান বিরোধী ভোটের মুখে পড়তে হবে না। বরং, তরুণ–যুবকদের বিরাট অংশকে টানা যাবে। এমনকী বিরোধী দলের ভোটারদের বড় একটা অংশ প্রভাবিত হতে পারেন। যিনি সাফল্যের সঙ্গে এত বছর ধরে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, তিনি ঝাড়খণ্ডকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারেও নিজের মুন্সিয়ানা দেখাবেন। এমনটাই মনে করছেন ধোনির ঘনিষ্ঠরাও।