ঠিকানা বদল হচ্ছে জাগো বাংলার

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ ঠিকানা বদল হচ্ছে জাগো বাংলার। এতদিন এই কাগজ ছাপা হত সংবাদ প্রতিদিন–‌এর প্রেস থেকে। শুধু ছাপার ব্যাপারেই নয়, কাগজ তৈরি করার ব্যাপারেও সক্রিয় সহযোগিতা করত সংবাদ প্রতিদিন। এই অফিস থেকেই পাতা তৈরি হত। এই কাগজের সাংবাদিকরাই নামে বেনামে বিভিন্ন লেখা লিখতেন।
কিন্তু নানা কারণে, সংবাদ প্রতিদিনের ওপর মোহভঙ্গ হয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর ধারণা, সংবাদ প্রতিদিন ক্রমশ বিজেপি মুখী হয়ে উঠছে। বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছে। তাই রাতারাতি জাগো বাংলা ছাপা হবে অন্য একটি সংবাদপত্রের প্রেস থেকে।

jago bangla
এই সংবাদপত্রটি একসময় বাম মনষ্ক কাগজ হিসেবে চিহ্নিত ছিল। ক্রমশ তৃণমূলপন্থী কাগজ হিসেবে এখন চিহ্নিত। অফিস সল্টলেকে। সূত্রের খবর, সেই অফিস থেকেই এবার থেকে তৃণমূলের মুখপত্র ছাপানো হবে। যদিও সম্পাদকীয় ঠিকানা হিসেবে প্রিন্টার্স লাইনে হয়ত অন্য ঠিকানা ছাপা হবে। রাজনৈতিক মহল থেকে মিডিয়া মহলেও বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, ২১ থেকেই তৃণমূল মুখপত্রের ঠিকানা বদল হতে চলেছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.