বেঙ্গল টাইমস প্রতিবেদন: সাতাশির বিশ্বকাপ। সেবার সেমিফাইনালেই ছিটকে গিয়েছিল ভারত–পাকিস্তান। কিন্তু দুই দেশের অধিনায়ক কপিলদেব ও ইমরান ফাইনালের দিন কলকাতাতেই ছিলেন। ছিলেন ভিভিয়ান রিচার্ডসও। তিনজনই ছিলেন গ্র্যান্ড হোটেলে। কিন্তু কেউই ফাইনালে ইডেনে যেতে চাননি।
তিনজনই বোর্ডের অতিথি। অথচ, তিনজনই ইডেনে যেতে নারাজ। জগমোহন ডালমিয়া রেগে গেলেন। প্রথমে বোঝানোর চেষ্টা করলেন। কাজ হল না। পরে কিছুটা হুমকির আশ্রয় নিতে হল। ভারতীয় বোর্ডের আতিথেয়তায় থাকবে, অথচ হাফ কিলোমিটার দূরে ইডেনে যেতে পারবে না!
কপিলের পক্ষে ডালমিয়াকে চটানো সম্ভব ছিল না। ফলে, তাঁকে বাধ্য হয়েই আধঘণ্টার জন্য মাঠে হাজির হতে হল। ভিভ রিচার্ডস তো ফোনই ধরলেন না। ইমরান খান সাফ জানিয়ে দিলেন, তিনি মাঠে যাবেন না। তাঁর কথায়, আমরা এত দিন ধরে বিশ্বকাপের প্রস্তুতি নিলাম। আমাদের ছেলেরা এত খাটল। বর্ডার বা গ্যাটিং কাপ নিচ্ছে, সেই দৃশ্য দেখার জন্য আমরা বিশ্বকাপ খেলতে আসিনি। ডালমিয়াজি যদি হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন, আমি অন্য হোটেলে থাকব। কিন্তু ইডেনে যাব না।