বড় ভাঙনের পথে তৃণমূল, চলে যাচ্ছে আস্ত জেলা পরিষদ

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ লোকসভার ফল বেরোনোর পর থেকেই ভাঙন শুরু। একে একে যোগ দিচ্ছেন বিধায়ক, কাউন্সিলররা। কোনও কোনও পুরসভা এর মধ্যেই চলে এসেছে বিজেপির দখলে।
কিন্তু সবথেকে বড় ভাঙন হতে চলেছে সোমবার। সেইদিনই দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে বড়সড় ভাঙন ধরতে চলেছে। বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন জেলা সভাপতি ও প্রাক্তন বিধায়ক বিপ্লব মিত্র। বিধায়ক বা প্রাক্তন বিধায়কের দল ছাড়া নতুন কিছু নয়। কিন্তু বিপ্লব মিত্রর সঙ্গে জেলা পরিষদের অধিকাংশ সদস্যই চলে আসতে পারেন বিজেপিতে। সূত্রের দাবি, ২২ সদস্যের মধ্যে প্রায় ১৪ জন চলে যেতে পারেন বিজেপির দিকে। সেইসঙ্গে বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভাও পুরোপুরি বিজেপিতে চলে আসার সম্ভাবনা।

biplab mitra
এই প্রথম কোনও জেলা পরিষদ হাতে পেতে চলেছে বিজেপি। সভাধিপতি–‌সহ অধিকাংশ সদস্য দল ছাড়তে চলেছেন। এর আগে এতবড় ধাক্কা তৃণমূলকে খেতে হয়নি। একটা আস্ত জেলা পরিষদ চলে আসা মানে, তার রাজনৈতিক তাৎপর্য অন্যরকম। এই হাওয়া অন্যান্য জেলার ক্ষেত্রেও ছড়িয়ে পড়তে পারে।
যদিও একটি সূত্রের দাবি, জেলা পরিষদ দখলে এলেও কাজ করার তেমন সুযোগ থাকবে না। কারণ, শিলিগুড়ি পুরসভার কথা রাজনীতি সচেতন মানুষের অজানা নয়। তাই জেলা পরিষদ দখলে এলেও তাঁদের হাতে কার্যত কোনও ক্ষমতাই থাকবে না। সরকার ঘুরপথে অন্যভাবে জেলা প্রশাসনকে পরিচালনা করবে। তবু আস্ত একটা জেলা পরিষদ চলে যাওয়ার প্রভাব অন্যান্য জেলায় কতটা পড়ে, সেটাই দেখার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.