বিধানসভার ইনিংস শেষ দিলীপের

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ আর বিধানসভায় দেখা যাবে না দিলীপ ঘোষকে। তিন বছরের বিধায়ক জীবনে আপাতত দাঁড়ি টানলেন বিজেপির রাজ্য সভাপতি।
২০১৬ তে বিধানসভায় প্রথমবার নির্বাচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। জ্ঞান সিং সোহনপালের মতো বর্ষীয়ান নেতাকে হারিয়ে জিতেছিলেন খড়্গপুর থেকে। বিধায়ক হওয়ার আগে থেকেই তিনি দলের রাজ্য সভাপতি। সংগঠনের কাজে ঘুরে বেড়াতে হয়েছে সারা রাজ্যে। ফলে, বিধানসভায় খুব একটা সময় দিতেও পারেননি। তাই বিধানসভার বক্তব্যে খুব একটা ছাপ ফেলতে পারেননি। অবশ্য সেই সুযোগও তেমন ছিল না। কারণ, অধিকাংশ বাজেটই পাঠানো হয়েছে গিলোটিনে। সরকার বিরোধী আলোচনার তেমন সুযোগও ছিল না। অস্বস্তিকর হতে পারে, এমন সমস্ত বিষয় এড়িয়ে গেছে সরকারপক্ষ।

dilip ghosh2
এবার লোকসভায় তিনি প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর থেকে। হারিয়েছেন মানস ভুঁইয়াকে। একসঙ্গে দুই সভার সদস্য থাকা যায় না। তাই বিধায়ক পদ ছেড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। নতুন ইনিংস এবার শুরু হবে লোকসভায়। বিধানসভায় আপাতত ইতি। আবার কোনও দিন এই সভায় ফিরে আসবেন না, কে বলতে পারে!‌

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.