বেঙ্গল টাইমস প্রতিবেদন: বাংলার মূলস্রোত থেকে তিনি অনেকটাই দূরে। প্রায় পাঁচ বছর বাংলার সঙ্গে কার্যত কোনও সম্পর্কই নেই। অভিমানে নিজেকে গুটিয়েই রেখেছিলেন। কোনও সভা–সমিতি–অনুষ্ঠানে দেখা যায়নি মিঠুন চক্রবর্তীকে।
কয়েক মাস আগে কার্শিয়াঙে একটি হোটেলের উদ্বোধনে দেখা গিয়েছিল। তারপর তারাপীঠেও দেখা গিয়েছিল মেগাস্টারকে। যদিও তিনি নিজেকে যতটা সম্ভব আড়ালেই রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু মোবাইল ক্যামেরার যুগ। তাই সবার নজর এড়িয়ে থাকা একটু কঠিন। কোন পথে ছবি ছড়িয়ে যাবে, বলা মুশকিল।
ফের শিরোনামে মিঠুন চক্রবর্তী। আবার তিনি বাংলা ছবির দুনিয়ায় ফিরছেন। মিঠুনকে আবার ফিরিয়ে আনছেন পরিচালক মানস মুকুল পাল। সহজপাঠের গল্প ছবিটি বেশ ভালই সাড়া ফেলেছে। তাঁর পরের ছবি স্বাধীনতা সংগ্রামের একটি অধ্যায়কে ঘিরে। বিনয়–বাদল–দীনেশ এর কথা বাঙালির অজানা নয়। সেই দীনেশ গুপ্তকে কেন্দ্র করেই ছবির গল্প। এখানে একটি উল্লেখযোগ্য চরিত্রে থাকছেন মিঠুন।
সূত্রের দাবি, মানস নাকি মুম্বই গিয়ে মিঠুনকে চিত্রনাট্য শুনিয়ে এসেছেন। মিঠুনের নাকি চিত্রনাট্য ভাল লেগেছে। এবং তিনি অভিনয়ের ব্যাপারে সম্মতিও জানিয়েছেন। কোন চরিত্রে মিঠুনকে দেখা যাবে, তা পরিচালক পরিষ্কার করে জানাননি। তবে, মিঠুনের ফেরাটাই বড় একটা চমক।