ভোট চুকলেই নজর বিশ্বকাপে

অনেক পাঠকের অভিযোগ, আন্তর্জাতিক খবর সেভাবে গুরুত্ব পায় না বেঙ্গল টাইমসে। সারা বছর ক্রিকেটের খবর সেভাবে থাকে না বললেই চলে। অভিযোগটা মাথা পেতে নেওয়াই ভাল। রাখতে পারলে ভাল হত। কিন্তু লোকাভাব। দুদিন হল, পরের চারদিন হল না, এমনটা না হওয়াই ভাল। তাছাড়া, বাংলা পোর্টালে ক্রিকেটের খবরে তেমন সাড়াও পাওয়া যায় না। তাছাড়া, আইপিএল নিয়ে সবাই মেতে থাকলেও সেই মশলা ক্রিকেট থেকে বেঙ্গল টাইমস বরাবরই দূরত্ব বজায় রেখেছে।

world cup2

কিন্তু এবার দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। এবার তো আর মুখ ফিরিয়ে থাকা যায় না। তাই বিশ্বকাপের নানা হাল হকিকত থাকবে বেঙ্গল টাইমস জুড়ে। রোজ অন্তত চার–‌পাঁচটি প্রতিবেদন থাকবে বিশ্বকাপ নিয়ে। এখানে ইতিহাস যেমন থাকবে, বিভিন্ন দলের প্রস্তুতির কথাও থাকবে। চার বছর আগে (‌২০১৫)‌, সেবার অস্ট্রেলিয়া–‌নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে দারুণ কভারেজ হয়েছিল বেঙ্গল টাইমসে। গতানুগতিক কভারেজের বাইরে একেবারে অন্যরকম কিছু প্রতিবেদন উঠে এসেছিল বেঙ্গল টাইমসের পাতায়। যাঁরা শুরু থেকে বেঙ্গল টাইমসের পাঠক, তাঁদের হয়ত মনে আছে। এই বিশ্বকাপেও থাকবে এমন অনেক আকর্ষণীয় প্রতিবেদন।

ম্যাচরিপোর্ট, বিতর্ক–‌সবকিছুকেই ছুঁয়ে দেখার চেষ্টা। চাইলে, আপনারাও বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন। নানা বিষয়ে লেখা পাঠাতে পারেন। নির্বাচিত হলে অবশ্যই প্রকাশিত হবে।

আপাতত কয়েকদিনের প্রস্তুতি। নির্বাচন পর্ব মিটলেই আমরাও মেতে থাকব বিশ্বকাপ জ্বরে। পুরো জুন মাস জুড়েই এই ক্রিকেট জ্বর থাকবে। ‌শুধু খেলা নয়, তাকে ঘিরে নানা স্মৃতিচারণ, গল্প, ছড়াও থাকতে পারে। এখন থেকে তৈরি থাকুন।

bengaltimes.in@gmai.com

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.