মিডিয়া সমাচার
বেঙ্গল টাইমস প্রতিবেদন: নতুন বছরেই পথ চলা শুরু নতুন একটি বাংলা চ্যানেলের। নিছক বিনোদনমূলক চ্যানেল নয়, পুরোদস্তুর খবরের চ্যানেল। নাম— আর কে নিউজ। উদ্বোধন হল রাজ্যপাল কেশরীনাথ ত্রিপীঠীর হাত ধরে।
এই চ্যানেলটির অভিমুখ কী হবে, তা সূচনা অনুষ্ঠান থেকেই পরিষ্কার। যাঁরা হাজির ছিলেন, তাঁদের অধীকাংশই বিজেপি পন্থী। এমনকী হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপি পন্থী হয়ে যাওয়া একটি কাগজের সম্পাদককেও দেখা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে।
সেখানে থেকেই মনে করা হচ্ছে, ভোটের আগে এই চ্যানেল হয়ত বিজেপির হাওয়া তুলবে। কিন্তু প্রশ্ন হল, তাহলে এত দেরিতে বাজারে আনতে হল কেন? ইতিমধ্যেই প্রথম দু’দফার ভোট হয়ে গেছে। প্রচার তুঙ্গে। নতুন চ্যানেলের কথা জানতে জানতেই তো একমাস পেরিয়ে যাবে। তাহলে লাভ কী হল?
তাছাড়া, চ্যানেলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। যদি বিজেপি ভাল ফল করে, তাহলে হয়ত টাকা পয়সার জোগান থাকবে। দিল্লি থেকে নানা রকম মদতও থাকবে। কিন্তু বিজেপির ফল প্রত্যাশিত না হলে বা দিল্লিতে বিজেপির সরকার না হলে এই চ্যানেল বন্ধ হয়ে যাবে না তো! এমনিতেই অনেক নিউজ চ্যানেল সাড়া জাগিয়ে শুরু করার পর টিমটিম করে জ্বলছে। দু তিনটি নিউজ চ্যানেল ছাড়া বাকিদের টিআরপি বেশ করুন। এই অবস্থায় আরও একটি চ্যানেল বড়জোর কিছুটা ভিন্ন স্বাদ আনতে পারে। কিন্তু ধারাবাহিকতা না থাকলে বা পেশাদারি মুন্সিয়ানা না থাকলে সেই চমক দিয়ে কতদিন চালানো যাবে?
(মিডিয়া সমাচার। বেঙ্গল টাইমসের জনপ্রিয় বিভাগ। এখানে মিডিয়া বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। অনেক সময় পাঠকেরাও অংশ নিয়ে থাকেন। নির্বাচিত হলে সেইসব লেখা প্রকাশিতও হয়। মিডিয়া জগৎ সম্পর্কে অজানা খবর যেমন থাকে, তেমনি নানা সময়ে মিডিয়ার অবস্থান নিয়ে বিশ্লেষণও থাকে।)