বেঙ্গল টাইমস প্রতিবেদন: সামনের মরশুমে আই এস এলে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। এখনও বিষয়টা চূড়ান্ত হয়নি। তবে, ক্লাবের দিক থেকে আই এস এলে খেলার ব্যাপারে যাবতীয় উদ্যোগ নেওয়া হবে। নতুন স্পন্সরের দিক থেকেও আই এস এলে খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত রয়েছে।
১৭ মার্চ দরপত্র দেওয়া শুরু হবে। ক্লাবসূত্রে খবর, সেইদিনই দরপত্র তুলবে ইস্টবেঙ্গল। যা যা শর্ত আছে, তা পূরণ করার চেষ্টা হবে। অর্থনৈতিক কারণে এতদিন পিছিয়ে যাচ্ছিল লাল হলুদ। নতুন স্পন্সরের সৌজন্যে এবার আর সেই সমস্যা থাকবে না। তাছাড়া, এমনিতেই আই এস এল–কে ঘিরে সেই উন্মাদনা আর নেই। মাঠে ভিড় হচ্ছে না। তাই ইস্টবেঙ্গলকে নিতে আগ্রহী রিলায়েন্সও। ইস্টবেঙ্গল–মোহনবাগানের মতো দল যোগ দিলে উন্মাদনা বাড়বে, এমনটা বুঝতে পেরেছেন আই এস এল কর্তৃপক্ষও। তাই, এই দুই ক্লাবের জন্য শর্ত কিছুটা শিথিল করা হবে।