বেঙ্গল টাইমস প্রতিবেদন: মিডিয়া জগতের কাছে আরও একটি দুঃসংবাদ। এবার বন্ধ হতে চলেছে আনন্দবাজার গোষ্ঠীর দৈনিক ট্যাবলয়েড এবেলা। যতদূর জানা গেছে, ৩০ ডিসেম্বর শেষ কাজ হবে। ৩১ ডিসেম্বর শেষ বাজারে আসবে। নতুন বছর থেকে আর দেখা যাবে না এই দৈনিকটিকে।
গত দু’বছর ধরেই বোঝা যাচ্ছিল, এই কাগজটি ক্রমশ বন্ধ হওয়ার মুখে। একের পর এক কর্মী ছাঁটাই করা হচ্ছিল। নিচুতলায় নয়, একেবারে ওপরতলা থেকেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল। কয়েকজনকে মূল আনন্দবাজারের বিভিন্ন দায়িত্বে নেওয়া হয়েছিল। পাতাও আগের তুলনায় কমে গিয়েছিল। যেটা একসময় ৩২ পাতার কাগজ ছিল, তা ক্রমশ বারো পাতায় এসে ঠেকেছে। তাও ছবি দিয়েই অর্ধেকটা ভরাট করতে হয়।
কেন বন্ধ হচ্ছে, তার মূল্যায়ণ নিশ্চয় কর্তৃপক্ষ করছেন। কিন্তু আরও অনিশ্চিত হয়ে গেল কর্মীদের ভবিষ্যৎ। কাজ হারাতে চলেছেন একঝাঁক সাংবাদিক। মিডিয়া জগতের কাছে এটা মোটেই ভাল বার্তা নয়। সেই কর্মীদের হয়ত অনেক কম মাইনেতে, ছোট কোনও কাগজে কাজ করতে হবে। অন্যান্য কাগজের কাছেও এটা একটা অশনি সংকেত। আনন্দবাজার গোষ্ঠী তাঁদের কাগজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এই লড়াইয়ে ছোটরা টিকে থাকবে কী করে?