অজয় কুমার
এই মন্ত্রীসভায় কোন মন্ত্রী সবথেকে ভাল কাজ করছেন? একটা সমীক্ষা করা যেতে পারে। মোটামুটি যাঁরা রাজনীতি ও প্রশাসনের খবরাখবর রাখেন, তাঁদের নিয়েই সমীক্ষা। নিশ্চিতভাবেই সামনের সারিতে থাকবেন রাজীব ব্যানার্জি।
এই মন্ত্রীকে নিয়ে কখনই তেমন অভিযোগ শোনা যায় না। বিরোধীরাও তাঁর সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল। উচ্চশিক্ষিত। নিজের দপ্তরটাকে দারুণ চেনেন। কাজের ব্যাপারেও দারুণ উদ্যমী। রাজ্য যখন বন্যায় ভাসে, কন্ট্রোলরুম আগলে পড়ে থাকেন এই মন্ত্রী। বড় বড় কথা বলেন না। যেটুকু বলেন, তার অনেকটাই করে দেখান।
বিরোধীরা কোনও দাবি নিয়ে গেলে মন দিয়ে শোনেন। সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেন। কখনও কাউকে অসম্মান করেছেন, এমনটা শোনা যায়নি। টিভির বিতর্কেও যুক্তি দিয়েই মার্জিতভাবে কথা বলেন। তৃণমূল সুলভ ‘গুণ’ গুলো সেভাবে তাঁর মধ্যে দেখাও যায় না।
এমন একজন মন্ত্রীকে কিনা তাঁর দপ্তর থেকে সরিয়ে দেওয়া হল। তিনি তখন শিলিগুড়িতে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে মিটিং করছেন। বন্যা আসার আগেই কী কী প্রস্তুতি নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করছিলেন। বর্ষা এলেই ভেসে যায় উত্তরবঙ্গ। কীভাবে তার মোকাবিলা করা যায়, এবার আগাম অনেক প্রস্তুতি সেরে রেখেছে সেচদপ্তর। একদিকে সভা চলছে, অন্যদিকে জানা গেল, তিনি আর মন্ত্রী থাকছেন না।
পাঠানো হল কোথায়? অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরে। যেখানে কার্যত তেমন কোনও কাজ নেই। যেখানে তফশিলী জাতি, উপজাতি কোটায় জিতে আসা মন্ত্রীদের পুনর্বাসন দেওয়া হয়। সবচেয়ে সফল মন্ত্রীকে এমন দপ্তর? বোঝাই যাচ্ছে, সরকারটা কেমন চলছে।
সত্যিই, অনুপ্রেরণা বড় ভয়ঙ্কর জিনিস।