বেঙ্গল টাইমস প্রতিবেদন: কোনির ক্ষিদ্দা। বলতেই মনে পড়ে যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। সেই চিরস্মরণীয় সংলাপ— ফাইট, কোনি ফাইট।
কিন্তু এই চরিত্রটা করার কথাই ছিল না সৌমিত্রর। মতি নন্দীর উপন্যাস নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক সরোজ দে। তাঁর প্রথম পছন্দ ছিলেন উত্তম কুমার। তিনি চেয়েছিলেন, উত্তম কুমারই সাঁতার–কোচের এই চরিত্রে অভিনয় করুন। কিন্তু যে কোনও কারণেই হোক, উত্তম কুমার রাজি হননি।
তখন পরিচালক আসেন সৌমিত্রর কাছে। সৌমিত্রর কথায়, আমি আগেই শারদীয়া আনন্দমেলায় উপন্যাসটা পড়ে ফেলেছি। উপন্যাসটা পড়ার পরই উদগ্রীব ছিলাম এই চরিত্রটা করব বলে। তাই প্রস্তাব আসতেই রাজি হয়ে যাই।