বেঙ্গল টাইমস প্রতিবেদন
ছাঙ্গু যেতে হল না। নাথুলায় যেতে হল না। দার্জিলিংই যেন বরফের চাদরে ঢেকে। এমন দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার।
কযেকদিন ধরেই পূর্বাভাস ছিল, পাহাড়ে ঠান্ডা পড়তে পারে। যাই যাই শীতের আবহেও ভিড় জমিয়েছেন কিছু পর্যটক। বুধবার সন্ধেয় একপ্রস্থ শিলাবৃষ্টি হয় পাহাড়ের নানা প্রান্তে। এমনিতেই পাহাড়ে সন্ধের পর সব শুনশান হয়ে পড়ে। তার ওপর শিলাবৃষ্টি। দ্রুত সবাই হোটেলে ঢুকে পড়েন।
বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল সেই মনোরম দৃশ্য। বিভিন্ন এলাকায় সেই শিলাবৃষ্টির ফলে জমা হওয়া বরফের চাদর। লালকুঠির চারপাশের এলাকায় সেই বরফ যেন অন্য মাত্রা এনে দিল। সকালেই খবর ছড়িয়ে পড়ল। ম্যাল ছেড়ে সবাই যেন লালকুঠির দিকে ধাওয়া দিল। মনে হতেই পারে, এ দার্জিলিং নয়, নির্ঘাত সিকিমের কোনও বরফ অধ্যুসিত কেন্দ্র। হাজারে হাজারে উঠতে লাগল সেলফি। ছবি নিমেশে ভাইরাল হয়ে গেল সোশাল মিডিয়ায়।
এমনিতে দার্জিলংয়ের উচ্চতা সাত হাজার ফুটের মতো। এই উচ্চতায় বরফ পড়ার কথা নয়। কিন্তু শিলাবৃষ্টি যে এমন সুযোগ এনে দেবে, ভাবতেও পারেননি পর্যটকরা। কুয়াশাঘেরা দার্জিলিংয়ের ছবি তো হামেশাই দেখা যায়। কিন্তু এ যেন বরফ মোড়া দার্জিলিং।