বাঙালি নাকি দিঘা, পুরী আর দার্জিলিংয়ের বাইরে কিছু ভাবতে পারে না। কিন্তু চারপাশে ছড়িয়ে আছে কত অচেনা–অজানা ঠিকানা। যেসব জায়গা হয়ত ততটা পরিচিত নয়। কেউ কেউ বারবার ছুটে যান সেই অচেনার সন্ধানে। এমন কিছু ব্যতিক্রমী জায়গাকে তুলে ধরতে আগ্রহী বেঙ্গল টাইমস।
সেই সব জায়গায় যাঁরা ঘুরে এসেছেন, তাঁরা লিখতে পারেন। শুধু কীভাবে যাবেন, কোথায় থাকবেন— এসব নয়। সেইসঙ্গে উঠে আসুক আপনার নিজস্ব অনুভূতিও। সেই লেখা চিঠি বা ডায়েরির ফর্মাটেও হতে পারে। আপনার তোলা ছবিও সঙ্গে পাঠাতে পারেন।
ঠিকানা: bengaltimes.in@gmail.com