শ্রীপর্ণা গাঙ্গুলি
শুরু হয়েছে আগের সপ্তাহে। ব্রাত্য বসুর লেখা ‘বোমা’ নাটক দিয়ে। দ্বিতীয় রবিবারে কী আকর্ষণ? আজ দেখুন ব্রাত্য বসুরই লেখা আরেকটি নাটক– রুদ্ধসঙ্গীত। এখানেও মুখ্য চরিত্রে সেই দেবশঙ্কর হালদার। সন্ধে ছটায়, কালার্স বাংলায়। তাহলে বসে পড়ুন টিভির সামনে।
টিভিতে নাটক! অনেক আগে দূরদর্শনে হত। এখনও মাঝে মাঝে হয়। কিন্তু কালার্স বাংলার উদ্যোগটা একটু অন্যরকম। এখানে মঞ্চ থেকেই তুলে আনা হচ্ছে নাটক। আলাদা করে ডাবিং হচ্ছে। বেছে নেওয়া হচ্ছে এই সময়ের মঞ্চসফল একগুচ্ছ নাটক। গত সপ্তাহে অনেকেই দেখেছে ‘বোমা’। অনেকে হয়ত জানতেন না। তাঁরা দেখতে পারেননি। অনেকে জেনেছেন পরে। তাঁরা অপেক্ষায় আছেন। আসলে, এই শুভ উদ্যোগের যতটা প্রচার হওয়া উচিত ছিল, তা হয়নি। ফলে, অনেকেই জানতে পারেননি। জানতে হয়ত কিছুটা সময়ও লাগবে। মুখে মুখে কিছুটা ছড়াচ্ছে।
আজ আছে রুদ্ধসঙ্গীত। দেবব্রত বিশ্বাসের জীবনের নানা ঘটনা ও ঘাত–প্রতিঘাত নিয়ে এই নাটক গত দশবছরের অন্যতম সেরা নাটক। আট বছরেরও বেশি সময় ধরে চলছে। প্রতিবারই হাউসফুল। দেবব্রত বিশ্বাসের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার। নাটক লেখার পেছনেও রয়েছে দীর্ঘ গবেষণা। পাঁচের দশক, ছয়ের দশকের সাংস্কৃতিক পরিমণ্ডলকে চমৎকার তুলে ধরা হয়েছে। ঘুরেফিরে এসেছেন ঋত্বিক ঘটক, সলিল চৌধুরি, হেমাঙ্গ বিশ্বাস, সুচিত্রা মিত্র, কবি সুভাষ মুখোপাধ্যায়। সেই সময়ের রাজনীতিও আছে। আছেন প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসুও।
অনেকেরই হয়ত এই নাটক দেখার সুযোগ হয়নি। তাঁরা দেখতেই পারেন। সন্ধে ছটায়, কালার্স বাংলায়।
(এটি কোনও বিজ্ঞাপন বা বাণিজ্যিক প্রচার নয়। ভাল একটা উদ্যোগ। বাংলা নাটকের ক্ষেত্রেও একটা নতুন দিক। সেই উদ্যোগের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই এই প্রতিবেদন। যাঁরা নাটক ভালবাসেন, তাঁরা এই উদ্যোগের পাশে থাকুন, ভাল লাগলে প্রিয়জনদের বলুন। )