হেনরি নেই, আইল্যান্ড দিব্যি আছে

অরণ্য সেন
নির্জনে সমুদ্রে কাটাবেন? চোখ বুজে চলে যেতে পারেন হেনরি আইল্যান্ডে। একেবারে নির্ভেজাল নির্জনতা বলতে যা বোঝায়, ঠিক তাই। নামটা শুনে বিদেশ বিদেশ মনে হচ্ছে? পাশেই, দক্ষিণ ২৪ পরগনায়।
মোটেই দুর্গম নয়। বকখালির আগেই। ধর্মতলা থেকে বকখালি যাওয়ার প্রচুর বাস। ট্রেনে শিয়ালদা থেকে যেতে পারেন নামখানা। সেখান থেকে হাতানিয়া–দোয়ানিয়া নদী পেরিয়ে পেয়ে যাবেন অসংখ্য বাস, গাড়ি। সবমিলিয়ে ঘন্টা চারেক লাগার কথা। বকখালির ঠিক আগেই বেঁকে যাবেন বাঁদিকে। নিজের গাড়ি থাকলে তো কথাই নেই। না থাকলেও বাস স্ট্যান্ট থেকে গাড়ি ভাড়া নিতে পারেন। সস্তায় ভ্যান রিক্সাও নিতে পারেন।

henry island
থাকার জায়গা বলতে মৎস্য দপ্তরের দুটি গেস্ট হাউস। বুকিং করতে হবে বিকাশ ভবনে, স্টেট ফিশারিজ ডেভলপমেন্ট কর্পোরেশনে। ফোন নম্বর— ২৩৩৭ ৬৪৭০।
তবে গেস্ট হাউস থেকে সৈকত বেশ কিছুটা দূরে। যেতে হবে ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে। নির্জন বিচে সময় কাটান, ভাল লাগবে। সন্ধের দিকে গা ছমছম করতে পারে। তাই তাড়াতাড়ি ফিরে আসাই ভাল। দুদিন থাকতেই পারেন। তারপর হয়ত একঘেয়ে মনে হবে। তার আগেই ফিরে আসুন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.