বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তের বছর পর আই লিগ এল বাংলায়। আর তাকে স্মরণীয় রাখতে ডাকটিকিট প্রকাশের উদ্যোগ নিচ্ছে ডাকবিভাগ।
মোহনবাগানকে নিয়ে আগেও ডাকটিকিট হয়েছে। এবার লিগ জয় নিয়েও ডাকটিকিট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মর্মে মোহনবাগানকে জানিয়েছে ডাক বিভাগ।
কী ধরনের ডাকটিকিট, তা চূড়ান্ত হবে মোহনবাগানের সঙ্গে ডাক বিভাগের আলোচনায়। ক্লাবসূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।