বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সরকারি আইনজীবী শর্বাণী রায়ের উপর ক্ষুব্ধ আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার রাতেই তাঁকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। চন্দ্রিমার দাবি, সরকার কখনই সর্বনিম্ন শাস্তির আবেদন করতে বলেনি। তাহলে কেন তিনি এমন করলেন ? তিনি সরকারি আইনজীবী থাকার যোগ্যতা হারিয়েছেন।
শনিবার সর্বাণী অবশ্য বলেন, সরকার তো আমাকে নিয়োগ করেনি। নিয়োগ করেছেন রাজ্যপাল। তাই পিপি-র পোস্ট থেকে সরকার আমাকে সরাতে পারে না। আমার যেটা সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। তারা প্রত্যক্ষ অপরাধী নয়, তাই দশ বছরের সাস্তি চেয়েছি। আসল অভিযুক্ত কাদের কীভাবে পালিয়ে গেল, সরকার বরং তার তদন্ত করুক। পুলিশ যে তাকে ধরতে যাচ্ছে, সেই খবর তার কাছে আগাম কারা পৌঁছে দিত, সেটা সরকার খোঁজ করুক। যারা আসল অভিযুক্তদের পালিয়ে যেতে সাহায্য করেছে, সরকার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।