বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ শহর ছেয়ে গেছে একটি পোস্টারে। বাবার নাম গান্ধীজী। ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার। কালকেই গান্ধীজির জন্মদিন। ঘটনাচক্রে দিনটা শুক্রবার। আর এই শুক্রবারেই মহানগরের উপহার নতুন একটি ছবি। ছবির নামে, ছবির পোস্টারে গান্ধী। ছবিটির বড় অংশজুড়ে রয়ে গেছেন গান্ধী।
পরমব্রত বা কৌশিক সেনের মতো তারকারা আছেন ঠিকই, তবে ছবির কেন্দ্রীয় চরিত্রে ছোট্ট সুরজিৎ। তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে চিত্রনাট্য। তবে প্রচারে অভিনবত্ব আনতে চাইছেন পরিচালক পাভেল। নিজেই ছবির পোস্টার সাঁটাচ্ছেন। পরমব্রত ও ছোট্ট সুরজিৎও পোস্টার সাঁটাচ্ছেন শহরের বিভিন্ন রাস্তায়। শুধু দিনের বেলায় নয়, রাত জেগেও চলছে পোস্টার সাঁটানোর পালা।
নবীন পরিচালকের কথায়, ছবির প্রচারে পোস্টার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানু্ষের প্রথম আকর্ষণ তৈরি হয় পোস্টার দেখে। আর এই পোস্টার যদি তারকারা নিজেরা চেটান, তাহলে সেটা আরও অভিনব হয়। যারা অভিনেতা, তারা যখন নিজেরা পোস্টার চেটাচ্ছে, তখন আমিই বা বসে থাকি কী করে ? আমিও ওদের সঙ্গে হাত লাগাচ্ছি।